ফরিদপুরে রমরমা শরবত বিক্রি
ফরিদপুরে প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। কাঠফাটা রোদে পথ-ঘাট সব কিছুই উত্তপ্ত। এ অবস্থায় চরম পিপাসায় কাতর হয়ে পড়ছে পথচারীরা। তবে পথচারীরা তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন বরফগলা নানা প্রকারের শরবতে।
-
ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকার নিউ মার্কেটের সামনে প্রায় অর্ধশত অস্থায়ী শরবতের দোকান বসেছে। ছবি: এন কে বি নয়ন
-
১০ টাকায় মিলছে প্রতিগ্লাস লেবুর শরবত। ছবি: এন কে বি নয়ন
-
এক গ্লাস আখের রস বিক্রি হচ্ছে ২০ টাকায়। ছবি: এন কে বি নয়ন
-
এছাড়া নানা রকমের ফলের রস বিক্রি হচ্ছে ২০ টাকা করে। ছবি: এন কে বি নয়ন
-
ডাব প্রতিপিস সর্বনিম্ন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: এন কে বি নয়ন
-
মাঠা বিক্রি হচ্ছে ২০ টাকা করে। ছবি: এন কে বি নয়ন
-
গরমে স্বস্তি পেতে তরমুজ কিনে খাচ্ছেন অনেকেই। ছবি: এন কে বি নয়ন
-
শরবত, আখের রস ও ডাবের পাশাপাশি চাহিদা রয়েছে আনারসেরও। ছবি: এন কে বি নয়ন