মাদারীপুরে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
তীব্র গরমে প্রতিদিনই মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে এসব রোগীরা।
-
হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
একই বেডে দুই থেকে তিনজন এবং পাশাপাশি ফ্লোরেও রোগীরা থাকছে। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
প্রচণ্ড গরমের মধ্যে এভাবে গাদাগাদি করে থাকতেও রোগীসহ অভিভাবকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এতে ক্ষোভ দেখা দিয়েছে রোগীসহ তাদের স্বজনদের মধ্যে। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
মাদারীপুরে গত প্রায় দশদিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ সেলসিয়াসে উঠানামা করছে। ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগী। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
বিশেষ করে শিশু ও বৃদ্ধরাই বেশি ভোগান্তিতে পড়ছে। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
এদিকে একসঙ্গে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের ডাক্তার ও নার্সদের। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী