গরমে বন্ধ স্কুল-কলেজ, উপচেপড়া ভিড় কক্সবাজারে
দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজের সাত দিনের ছুটি চলছে। অন্যদিকে এই সুযোগে পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়েছেন অনেকেই।
-
ফলে তীব্র দাবদাহের মধ্যেও পর্যটক বেড়েছে কক্সবাজারে। নগরীর বিভিন্ন স্থানে ভ্রমণপিয়াসীদের অবস্থান করতে দেখা গেছে। ছবি: সায়ীদ আলমগীর
-
শহরের পাঁচ তারকা হোটেল-মোটেল ও গেস্ট হাউস কমবেশি বুকিং হচ্ছে। ছবি: সায়ীদ আলমগীর
-
ভর দুপুরেও লোকারণ্য বেলাভূমি ও সাগর তীর। ছবি: সায়ীদ আলমগীর
-
জানা যায়, গরমে তারকা হোটেলগুলো নিদিষ্ট ভাড়ায় ছাড় দিচ্ছে। ছবি: সায়ীদ আলমগীর
-
এছাড়া গেস্ট হাউস, কটেজ বা নরমাল হোটেলগুলোর অধিকাংশ সহনীয় পর্যায়ে ভাড়া রাখায় বাড়ছে পর্যটকদের উপস্থিতি। ছবি: সায়ীদ আলমগীর
-
কক্সবাজারের হোটেল ব্যবসায়ীদের মতে, নিয়মিত রেলের পাশাপাশি দুটি স্পেশাল রেলও ঢাকা-কক্সবাজার রেলপথে চলাচল থাকায় বেড়েছে পর্যটকের আনাগোনা। ছবি: সায়ীদ আলমগীর
-
একইসঙ্গে হোটেলে-মোটেল ও রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা আদায় কিংবা অন্যান্য ক্ষেত্রে হয়রানি রদ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে মাঠে রয়েছে জেলা প্রশাসন। ছবি: সায়ীদ আলমগীর