কদর বেড়েছে ডাব-শরবতের
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২০ এপ্রিল ২০২৪
আপডেট: ০৫:২৭ পিএম, ২০ এপ্রিল ২০২৪
টানা কয়েকদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। অতিরিক্ত গরমে অস্বস্তির মধ্যে দিন কাটছে মানুষের। গরম থেকে কিছুটা রেহাই পেতে অনেকেই ঝুঁকছেন শরবত ও জুসের দিকে।
-
ফলে ফুটপাতে ডাব, শরবত ও জুস বিক্রেতাদের ব্যবসা এখন জমজমাট। গত কয়েকদিনে তাদের আয় বেড়েছে আগের চেয়ে দেড় থেকে দ্বিগুণ। ছবি: মফিজুল সাদিক
-
অতিরিক্ত গরমে চাহিদা বেড়েছে লেবুর শরবত, আখের রস, বিভিন্ন ফলের জুস ও কোমল পানীয়ের। ছবি: মফিজুল সাদিক
-
গরমে তেষ্টা মেটাতে অনেকেই ভিড় করছেন ডাব, শসা, গাজর ও বরফ মেশানো শরবতের দোকানে। ছবি: মফিজুল সাদিক
-
ব্যস্ত দোকানি। আর আখের রসে তৃষ্ণা মেটানোর আশায় অপেক্ষা করছেন ক্রেতারা। ছবি: মফিজুল সাদিক