আজকের আলোচিত ছবি: ১৯ এপ্রিল ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস (৭৮) মারা গেছেন। আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টা ৩০ মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ছবি: মইনুল ইসলাম
-
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর গণমাধ্যমকে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় খাঁচার সামনে ৬-৭ জন দর্শনার্থী চিত্রা হরিণ দেখছেন। তখন খাঁচার সামনের সড়ক সংলগ্ন ছায়াঘেরা ফুটপাতে ও উদ্যানে বিশ্রাম নিচ্ছেন শতাধিক দর্শনার্থী। ছবি: জাগো নিউজ
-
ইসরায়েলের হামলার খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ছবি: সংগৃহীত
-
পাবনার ঈশ্বরদীতে সপ্তাহজুড়ে তাপপ্রবাহ বিরাজ করছে। আজ চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা। ছবি: শেখ মহসীন