মহামায়ায় পর্যটকের ঢল
পর্যটকের ঢল নেমেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া ইকোপার্কে।
-
ঈদের দিন দুপুরের পর থেকে পর্যটক আসা শুরু হলেও শুক্রবার সকাল থেকে ছিল উপচেপড়া ভিড়। ছবি: এম মাঈন উদ্দিন
-
ছুটি পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব নিয়ে এখানে ছুটে আসেন অনেকে। ছবি: এম মাঈন উদ্দিন
-
দর্শনার্থীদের ভিড়ে ঠাকুরদীঘি থেকে মহামায়ায় যাওয়ার সড়কে গাড়ির জন্য হাঁটা দায়। বিশেষ করে মোটরসাইকেল ছিল চোখে পড়ে মত। ছবি: এম মাঈন উদ্দিন
-
পার্ক ঘিরে গড়ে উঠা হোটেলসহ বিভিন্ন দোকানে মানুষ ভিড় ছিল। ছবি: এম মাঈন উদ্দিন
-
দূর থেকে দেখা যায় প্রায় পাহাড়সম বাঁধ। উভয় পাশে শুধু পাহাড় আর পাহাড়। ছবি: এম মাঈন উদ্দিন
-
বাঁধের ধারে অপেক্ষমাণ সারি সারি ডিঙি নৌকা আর ইঞ্জিনচালিত বোট। ছবি: এম মাঈন উদ্দিন
-
বোটে করে ১১ বর্গকিলোমিটার আয়তনের লেক ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
পাহাড়ের কোল ঘেঁষে লেকের স্বচ্ছ পানিতে তাকাতেই দেখা যায় নীলাকাশ। ছবি: এম মাঈন উদ্দিন
-
পূর্ব-দিগন্তের সারি পাহাড়ের বুক চিরে যেতে যেতে লেকে মজা করে কায়াকিং করছে অনেকে। ছবি: এম মাঈন উদ্দিন
-
পরিবার-পরিজন নিয়ে ঘুরছেন অনেকে। ছবি: এম মাঈন উদ্দিন
-
মহামায়া ইকোপার্ক ইজারা পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এআর এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. জাহেদ হোসেন বলেন, প্রতিদিন ৩০০ থেকে ৪০০ পর্যটক পার্কে আসেন। ছবি: এম মাঈন উদ্দিন
-
প্রায় তিন হাজার টিকেট বিক্রি হয়েছে। ছবি: এম মাঈন উদ্দিন
-
গত বছরের শেষের দিকে হরতাল অবোধের কারণে আমাদের অনেক লোকসান হয়েছে। আশা করছি, আগামী এক সপ্তাহ আরও বেশি টিকিট বিক্রি হবে। ছবি: এম মাঈন উদ্দিন