দর্শনার্থীতে টইটম্বুর তিস্তা ব্যারাজ
প্রতিবছর ঈদ ও নানা উৎসবের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অবস্থিত তিস্তা ব্যারাজ এলাকা।
-
এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের নামাজ শেষ হতেই এখানে ভিড় করতে শুরু করেছেন বিনোদনপ্রেমী মানুষরা। ছবি: রবিউল হাসান
-
উৎসব আর আনন্দে মেতে উঠেছে পুরো তিস্তা ব্যারাজ এলাকা। ছবি: রবিউল হাসান
-
তিস্তার ভাটিতে নৌকা আর স্পিডবোটে যেন সমুদ্র-সৈকতের ছোঁয়া। ছবি: রবিউল হাসান
-
স্পিডবোট আর পালতোলা নৌকায় উঠানোর জন্য অপেক্ষা করছে দর্শনার্থীরা। ছবি: রবিউল হাসান
-
ঈদের দিন সকাল থেকে ব্যারাজ এলাকায় দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। ছবি: রবিউল হাসান
-
বিভিন্ন স্থান থেকে কেউ এসেছে মোটরবাইকে কেউ বা অটোরিকশায় আবার কেউ এসেছেন মাইক্রোবাসে চেপে। তিস্তা পাড়ে চলছে আনন্দ উল্লাস। ছবি: রবিউল হাসান
-
তিস্তা ব্যারাজ যেন মিনি কক্সবাজারে পরিণত হয়েছে। স্পিডবোট ও পালতোলা নৌকায় মাত্র ৫০ টাকায় তিস্তার বুকে ভাসছেন দর্শনার্থীরা। ছবি: রবিউল হাসান
-
অনেকেই ক্যামেরা ও মোবাইলে ছবি তুলে স্মৃতির ফ্রেমে বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো। সবার জন্য উন্মুক্ত বিনোদন কেন্দ্রটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকে। ছবি: রবিউল হাসান