ঈদযাত্রার শেষ দিনে চাপ নেই সদরঘাটে
ঈদুল ফিতর ঘিরে গত কয়েকদিন ধরেই ঘরে ফিরছে মানুষ। শেষ মুহূর্তে সড়ক, নৌ ও রেল সব পথে যাত্রীদের চাপ বেড়েছে।
-
মঙ্গলবার বিকেলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঈদযাত্রীদের উপচেপড়া ভিড়। ছবি: বিপ্লব দীক্ষিত
-
তবে শেষ দিনের ঈদযাত্রায় অর্থাৎ ঈদের আগের দিন লঞ্চঘাটে নেই যাত্রীচাপ। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ঘাটে যাত্রী সংকটের কারণে লঞ্চগুলোকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
আজ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ৪৯টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়লেও ছেড়ে গেছে ৩৫টি লঞ্চ। ছবি: বিপ্লব দীক্ষিত
-
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকে যাত্রীদের বাড়তি চাপ নেই লঞ্চঘাটে। যাত্রী উপস্থিতিও হাতেগোনা। ঘাটে অপেক্ষমাণ লঞ্চগুলোতে নেই আগের দিনের মতো হাঁকডাক। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ভোলাসহ দু-একটি রুটে মোটামুটি যাত্রী থাকলেও এদিন অন্য রুটগুলোতে কম যাত্রী নিয়েই লঞ্চগুলোর টার্মিনাল ছাড়তে হচ্ছে। ছবি: বিপ্লব দীক্ষিত