বাস সংকটে ভোগান্তিতে যাত্রীরা
ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার পর থেকেই রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ।
-
ঢাকার গাবতলি, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তান, সায়েদাবাদ, মহাখালীসহ সব বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
বাড়তি যাত্রী সামলাতে মালিকরা বাড়তি গাড়ি রাস্তায় নামালেও গাড়ি সংকটে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ যাত্রাবাড়ী। ঢাকা থেকে নরসিংদী হয়ে সিলেট বিভাগে, নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগে এবং পদ্মাসেতু হয়ে দক্ষিণবঙ্গে যেতে হলে ব্যবহার করতে হয় এ মোড়। অতিগুরুত্বপূর্ণ এ মোড়ে এসে মিলেছে যে কয়টি সড়ক, তার সবগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
সোমবার থেকে চলমান এ জট আজ প্রকট আকার ধারণ করেছে। এতে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় প্রবেশ করা এবং ঢাকা থেকে বের হওয়া মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
একই সঙ্গে শনির আখড়া বা রায়েরবাগ এলাকা থেকে গুলিস্তানে চলাচল করা লোকাল গাড়ির সংকট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। ছবি: বিপ্লব দীক্ষিত