ঐতিহ্যবাহী বারুণীর স্নানে মানুষের ঢল
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৪
আপডেট: ০৪:১৬ পিএম, ০৭ এপ্রিল ২০২৪
মানিকগঞ্জের আরিচা ঘাটে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মহা বারুণীর স্নান। এতে অংশ নিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে যমুনার পাড়ে।
-
পাপমুক্তির আশায় নদীতে স্নান করেন তারা। ছবি: বি.এম খোরশেদ
-
বারুণীর স্নান ঘিরে নদীর পাড়ে বসেছে গ্রামীণ মেলা। ছবি: বি.এম খোরশেদ
-
বারুণীর স্নানে অংশ নিতে ৬ এপ্রিল সকাল থেকেই মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকা থেকে জড়ো হন হাজারো পূণ্যার্থী। ছবি: বি.এম খোরশেদ
-
সকাল ৮টা থেকে যমুনা নদীতে এ স্নান কার্যক্রম শুরু হয়। ছবি: বি.এম খোরশেদ
-
পূজা-অর্চনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে স্নানে অংশ নেন সববয়সী মানুষ। এসময় তারা পাপ মোচনসহ পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। ছবি: বি.এম খোরশেদ
-
এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ছবি: বি.এম খোরশেদ