ব্যস্ত জামালপুরের জামদানি পাড়া
জামালপুরের বকশীগঞ্জে ব্যস্ততা বেড়েছে জামদানি শাড়ির কারিগরদের। যেন দম ফেলার সুযোগ নেই তাদের। এ ঈদে কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা।
-
জানা যায়, ২০০৫ সালে উপজেলার পাখিমারা গ্রামে জামদানি শাড়ি তৈরি শুরু হয়। এখানে কারিগর হিসেবে কাজ করেন কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি: মো. নাসিম উদ্দিন
-
জামদানি শাড়ি তৈরির কাজে জড়িত প্রায় ২৫০ পরিবার। ছবি: মো. নাসিম উদ্দিন
-
তাঁতিদের হাতে রেশম সুতার নিপুণ বুননে তৈরি হচ্ছে জামদানি, পাঞ্জাবি ও টুপিস। ছবি: মো. নাসিম উদ্দিন
-
গ্রামের প্রতিটি ঘর এখন যেন এক একটি জামদানি তৈরির কারখানা। ছবি: মো. নাসিম উদ্দিন
-
হরেক রঙয়ের নকশার শাড়ির পেছনে দুজন শ্রমিকের সময় লাগে প্রায় এক সপ্তাহ। ছবি: মো. নাসিম উদ্দিন
-
রাজধানীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে ৯-২০ হাজার টাকায় বিক্রি প্রতিটি হয় শাড়ি। ছবি: মো. নাসিম উদ্দিন
-
শাড়ি তৈরি ও বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন পাখিমারা গ্রামের বাসিন্দারা। ছবি: মো. নাসিম উদ্দিন