জমে উঠেছে গুলিস্তানের নতুন টাকার হাট
দেখতে দেখতে চলে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে নতুন পোশাকের পাশাপাশি নতুন টাকাও সংগ্রহ করেন অনেকে।
-
ঈদ সালামি দেওয়া ছাড়াও নতুন নোটের মাধ্যমে জাকাত এবং ফিতরাও বিতরণ করেন অনেকে। ফলে চাহিদা বাড়ায় রাজধানীর গুলিস্তানে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নতুন নোট বেচাকেনার অস্থায়ী দোকান। ছবি: মাহবুব আলম
-
সময় যত গড়াচ্ছে, নতুন নোটের ব্যবসা তত জমে উঠছে। ছবি: মাহবুব আলম
-
ঈদ উপলক্ষে গুলিস্তানের ভ্রাম্যমাণ দোকানীর কাছ থেকে নতুন টাকা সংগ্রহ করছেন সাধারণ মানুষ। ছবি: মাহবুব আলম
-
৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০ টাকার নোট পাওয়া যাচ্ছে বাজারে। ছবি: মাহবুব আলম
-
একেকটি ব্যান্ডেলে ১০০টি করে নোট থাকে। প্রতি ব্যান্ডেল ১০০ থেকে ২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
দুই টাকার এক বান্ডিল টাকা কিনতে হলে গুনতে হচ্ছে ২৮০ টাকা, পাঁচ টাকার বান্ডিলে ১৫০ টাকা। ছবি: মাহবুব আলম
-
আর ১০ টাকার প্রতি বান্ডিলের জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, ২০ টাকা টাকার বান্ডিলে ২৮০ টাকা, ৫০ টাকার বান্ডিল ৩০০ টাকা, ১০০ টাকার বান্ডিলে ৩০০ টাকা এবং ২০০ টাকার বান্ডিলের জন্য অতিরিক্ত দিতে হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত। ছবি: মাহবুব আলম
-
ঈদে গ্রামে বাড়ির যাবার আগে অনেকেই প্রিয়জনকে সালামি দিতে নিয়ে যাচ্ছে নতুন টাকার নোট। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটের সিঁড়ির পাস ঘেঁসে ফুটপাতে ওপর বিক্রি হচ্ছে নতুন টাকার নোট। ছবি: মাহবুব আলম