আজকের আলোচিত ছবি: ৫ এপ্রিল ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র রমজান মাসের শেষ জুমা আজ। পবিত্র জুমাতুল বিদা। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ প্রাঙ্গণসহ আশপাশ। জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আট জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে এসব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে। সময়সূচি অনুযায়ী আজ সকাল ৯টা ২৫ মিনিটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়েছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে এক বাড়িওয়ালার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে কিশোর গ্যাং চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, ‘কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার সাজেদা বেগমের (৪৫) কাছে চাঁদা দাবি করা হয়।’ ছবি: জাগো নিউজ
-
ঈদের বাকি কয়েকদিন। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরীর মার্কেট, শপিংমল, বিপণীবিতানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। দেশের কাপড়ের বৃহত্তম পাইকারি বাজার ইসলামপুরে বেচাকেনা প্রায় শেষ। কিছুটা ব্যতিক্রম ইসলামপুরের নবাববাড়ি মার্কেট। এখানে খুচরা বেচাকেনা চলছে এখনো। ছবি: জাগো নিউজ
-
নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীকে নাড়ির টানে গ্রামে ফিরতে দেখা গেছে। বাসে যাত্রীরা ভোগান্তি ছাড়াই রওয়ানা হচ্ছেন। যাত্রীদের অনেকে জানান, যথাসময়ে বাস ছাড়লেও ভাড়া নেওয়া হয়েছে বেশি। ছবি: জাগো নিউজ
-
আইপিএলে আজ রাতে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের পরিবর্তে সিএসকের একাদশে থাকতে পারেন রহস্যময় লঙ্কান স্পিনার মাহিশ থিকসানা। ছবি: সংগৃহীত
-
গাজায় সংঘাত শেষ হলেও অনেকেই আর নিজেদের বাড়ি-ঘরে ফিরতে পারবেন না। কারণ সেখানকার বেশিরভাগ বাড়ি-ঘর এবং স্থাপনাই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালায়নি। ফলে সেখানকার কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। ছবি: এএফপি