চারুকলায় মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি
দরজা কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বাঙালির কৃষ্টিতে রমনার বটমূলে বর্ষবরণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার মঙ্গল শোভাযাত্রা সব সময় থাকে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।
-
এবারও এর ব্যতিক্রম হবে না। নিজস্ব অর্থায়নে বর্ণিল এ আয়োজনকে প্রাণবন্ত করতে বরাবরের মতো দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
কেউবা রং-তুলি হাতে নিয়ে পাখি, সরা, টেপা পুতুলে, নানা মুখোশ বর্ণিল রঙে রাঙিয়ে তুলছেন। ছবি: মাহবুব আলম
-
এক প্রান্তে চলছে শোভাযাত্রার শিল্পকাঠামো নির্মাণের কাজ। ছবি: মাহবুব আলম
-
অন্যপ্রান্তে চলছে শোভাযাত্রার ব্যয়নির্বাহের জন্য জলরং, সরাচিত্র, মুখোশ, পুতুল তৈরি ও বিক্রি। ছবি: মাহবুব আলম
-
যার আয় থেকে তৈরি হবে মঙ্গল শোভাযাত্রার বড় বড় শিল্পকর্ম। ছবি: মাহবুব আলম
-
প্রস্তুত করা হচ্ছে বাহারি রঙের মুখোশ। ছবি: মাহবুব আলম
-
এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য জীবনানন্দ দাশের কবিতার পঙক্তি-‘আমরা তো তিমির বিনাশী’। ছবি: মাহবুব আলম
-
তবে এবার রোজা ও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় শোভাযাত্রার প্রস্তুতির কর্মযজ্ঞে উপস্থিতি তুলনামূলক কম। ছবি: মাহবুব আলম
-
অন্যদিকে, শোভাযাত্রার প্রস্তুতির জন্য অনেক শিক্ষার্থীই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন না। ছবি: মাহবুব আলম