আজকের আলোচিত ছবি: ৩০ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিভ্রান্ত হবেন না, বিএনপির কিছু করার ক্ষমতা নেই। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের নির্দেশে ২০২১ সালে চালু হওয়া বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ডি-সুং স্কিলিং প্রোগ্রামের (ডিএসপি) প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কোনো জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে কার্যক্রম পরিচালনা করলে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: হাসান আদিব
-
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনীতে বিভিন্ন ট্যাংক, গোলা বারুদ, ড্রোনসহ সেনাবাহিনীর বিভিন্ন রণকৌশল দেখানো হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
কিছুদিন আগেও সুনামগঞ্জের বাজারে পেঁয়াজের দাম ছিল আকাশছোঁয়া। তবে এখন নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় এবং আমদানির খবরে কমেছে দাম। এর মধ্যে অসাধু ব্যবসায়ীদের মজুত করা পেঁয়াজে পচন ধরেছে। ছবি: লিপসন আহমেদ
-
চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চার হাজার দুইশ ৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড। ছবি: শরীফুল ইসলাম
-
দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সা রাজ্যের একটি সমুদ্রসৈকত থেকে সন্দেহভাজন ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: এএফপি (ফাইল)