কর্ম ব্যস্ততা নেই ঈশ্বরদীর বেনারসী পল্লীতে
একসময়ের প্রাণচাঞ্চল্যে ঈশ্বরদীর বেনারসী পল্লীর কারিগররা এবার ঈদ মৌসুমেও অলস সময় পার করছেন। দফায় দফায় সূতার দাম বৃদ্ধি ও দেশের বাজারে ভারতীয় শাড়ি সয়লাব হওয়ায় কমেছে বেনারসী শাড়ির চাহিদা কমেছে।
-
ব্রিটিশ আমলে গড়ে উঠা শত বছরের পুরানো ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসী পল্লী ঈদ এলেই তাঁতের খটখট শব্দ আর ক্রেতা-বিক্রেতাদের পথচারণায় মুখরিত হয়ে উঠতো। ছবি: শেখ মহসীন
-
তবে এবার ঈদে ফতেহমোহাম্মদপুর এলাকার চিত্র পুরোটাই ভিন্ন। পৌর শহরের অবাঙালি অধ্যুষিত বেনারসী পল্লী ফতেহমোহাম্মদ এলাকায় কারিগরদের কাজের তৎপরতা নেই। ছবি: শেখ মহসীন
-
ঈদকে ঘিরে বেনারসী পাড়ায় কোনো প্রাণচাঞ্চল্যতা নেই। ছবি: শেখ মহসীন
-
ঈদকে ঘিরে বেনারসী পাড়ায় কোনো প্রাণচাঞ্চল্যতা নেই। ছবি: শেখ মহসীন
-
দক্ষ কারিগরের নিখুঁত বুননের জন্য এখানকার তাঁতের তৈরি বেনারসী শাড়ির ব্যাপক কদর ছিল। করোনা মহামারীর পর দফায় দফায় সূতার দাম বৃদ্ধি, শ্রমিক সংকট ও দেশীয় বাজারে ভারতীয় শাড়ির প্রভাবে বেনারসী পল্লী এখন হুমকির মুখে। ছবি: শেখ মহসীন
-
ঈশ্বরদী বেনারসি তাঁতি সমিতির সভাপতি ওয়াকিল আলম বলেন, প্রতিবছর ঈদে বেনারসী শাড়ির যে চাহিদা ছিল এবার তার ৬০ ভাগ নেই। কারিগরদের তৈরি বেনারসী শাড়ির গুণগত মান অত্যন্ত ভালো। তাই দাম ভারতের শাড়ির চেয়ে বেশি। কিন্তু শাড়ির ন্যায্য মূল্য পাচ্ছি না। ফলে অনেকেই বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। ছবি: শেখ মহসীন