কড়াইল বস্তির কান্না
২৪ মার্চ বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
-
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়েছে ৪০-৫০টির মতো ঘর। ছবি: মাহবুব আলম
-
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্য মালামাল। সেই ভস্মস্তূপের ওপর বসেই চোখের জল ফেলছেন সেখানকার বাসিন্দারা। ছবি: মাহবুব আলম
-
আগুনে সব হারিয়ে স্তব্ধ হয়ে গেছেন তারা। ছবি: মাহবুব আলম
-
পুড়ে যাওয়া ঘরগুলোতে নিজেদের কোনো কিছু অবশিষ্ট আছে কি না, তা খুঁজে দেখছেন অনেকে। ছবি: মাহবুব আলম
-
কেউ কেউ ঘর থেকে লোহার দা ও বঁটি বের করছিলেন। অনেকে আধাপোড়া মালপত্রও বাইরে বের করেন। ছবি: মাহবুব আলম
-
আগুনে সব পুড়িয়ে দিয়েছে। কেউ কিছু রক্ষা করতে পারেনি বলে বিলাপ করছিলেন কড়াইল বস্তির বাসিন্দা জেসমিন। ছবি: মাহবুব আলম
-
আগুনে সর্বস্ব খুইয়ে এখন চোখে অন্ধকার দেখছেন সেখানকার বাসিন্দারা। ছবি: মাহবুব আলম
-
‘আমাগো আর কিছু রইলো না৷ কী নিয়া বাঁইচা থাকমু। রাইতে থাকনের জায়গাটুকুও শ্যাষ হয়ে গেল। এহন এক কাপড়ে দাঁড়ায়ে আছি, ক্যামনে বাঁচমু।’ এভাবেই আর্তনাদ করছিলেন কড়াইল বস্তির বাসিন্দা শামসুন্নাহার। ছবি: মাহবুব আলম
-
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ছবি: মাহবুব আলম