ইতিহাসের সাক্ষী অলোয়া জমিদার বাড়ি
ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে অলোয়া জমিদার বাড়ি। প্রায় ১৮০০ শতকে জমিদার সচী নাথ রায় চৌধুরী বর্তমান টাঙ্গাইল সদরের পৌরসভা এলাকায় ১৩২ শতাংশ জমির উপর এই বাড়িটি স্থাপন করেন।
-
এরপর বংশপরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারী পরিচালনা করতে থাকেন। একসময় জমিদারী প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। তবে বিশাল সীমানা নিয়ে তৈরি করা এই জমিদার বাড়ির অনেক স্থাপনা এখনো টিকে রয়েছে। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
বাড়িটির কিছু অংশে বাংলাদেশ সরকার ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত স্থানীয় ভূমি অফিস হিসেবে ব্যবহার করছেন। বাকী অংশ এখন প্রায় ধ্বংসের মুখে। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন কনক লতা রায় চৌধুরী। তিনি তার পরিবার নিয়ে ১৯৫০ সালে ভারতে চলে যান। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
মূল বাড়ির ভেতরে দুর্গা মন্দির। একটা উঠানকে কেন্দ্রে করে চারদিক ঘিরে ছিল জমিদার বাড়ির মূল ভবন। মূল ভবনের সামনে থাকা কাছারি ঘর পাড়ি দিয়ে মূল জমিদার বাড়িতে প্রবেশ করতে হতো। জমিদার বাড়ির সার্বজনীন মন্দির ছিল মূল গেটের পাশেই। ছবি: বোহেমিয়ান ফয়সাল