ছবিতে খুলনা বিভাগের ঐতিহাসিক জমিদার বাড়ি
বিশ্বে ইতিহাস সাক্ষী এমন স্থানের জায়গা কম নয়। সেই তালিকায় পিছিয়ে নেই আমাদের দেশও। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এসব স্থান আজো অপেক্ষায় ভ্রমণপ্রিয় মানুষের। তাই সুযোগ পেলেই দেখে আসতে পারেন খুলনা বিভাগের ঐতিহ্যবাহী কিছু জমিদার বাড়ি। বিভিন্ন স্থাপত্য শৈলীর সুনিপুণ কারুকার্য দেখা যায় এই বাড়িগুলোতে।
-
কুষ্টিয়া জেলার কুমারখালি ইউনিয়নে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি এখনো বহন করে চলেছে কবিগুরুর বহু স্মৃতি। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
চুয়াডাঙ্গায় অবস্থিত কাশিপুর জমিদার বাড়ি। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
নড়াইলে অবস্থিত প্রখ্যাত ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্তের পৈত্রিক বাড়ি। ডা. নীহার রঞ্জন গুপ্ত ১৯১১ সালের ৬ জুন তার পিতা সত্যরঞ্জন গুপ্তের কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করেন। জন্মস্থান কলকাতায় হলেও তার পৈত্রিক নিবাস নড়াইলের লোহাগড়ার উপজেলার ইত্না গ্রামে। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের কুন্দসী গ্রামে কথিত জমিদার মণিবাবুর বাড়ি অবস্থিত। লোহাগড়া সদর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণে কুন্দসী নামক গ্রাম। এ গ্রামের লোহাগড়া-মল্লিকপুর পাকা সড়কের সাথে লাগোয়া পশ্চিম পাশে এ জমিদার বাড়ির অবস্থান। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
ঝিনাইদহ জেলার সদর থানায় অবস্থিত মিয়ান দালান নামের একটি জমিদার বাড়ি। বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি অবস্থিত। বর্তমানে বাড়িটি ভগ্নপ্রায়। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
মাগুরা জেলার মুজদিয়া গ্রামে অবস্থিত কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
নড়াইলের সদর উপজেলার হাটবাড়িয়া এলাকায় চিত্রা নদীর তীরে অবস্থিত হাটবাড়িয়া জমিদার বাড়ি। আনুমানিক ১৯০০ শতকের প্রথমদিকে জমিদার জয় নারায়ণ রায়ের হাত ধরে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
সাতক্ষীরায় অবস্থিত লাবসা জমিদার বাড়ি। ছবি: বোহেমিয়ান ফয়সাল
-
সাতক্ষীরায় অবস্থিত বসন্তপুর জমিদার বাড়ি। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি বাংলাদেশ ও ভারতকে ভাগ করে দেওয়া ইছামতী নদীর তীরে অবস্থিত। ছবি: বোহেমিয়ান ফয়সাল