তরমুজ খাওয়া এখন বিলাসিতা
ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ। খুচরা বাজারে এই ফলের দাম এখন প্রতিকেজি ৮০ টাকা। যা অন্যান্য বছরে এ সময়ে ৫০-৫৫ টাকার মধ্যে পাওয়া যেত। আর ভরা মৌসুমে দাম ৪০ টাকার মধ্যে থাকে। অর্থাৎ, এখন রোজার কারণে তরমুজের দাম অস্বাভাবিক।
-
ইফতারের আগে কারওয়ান বাজারে বাজার করার পাশাপাশি তরমুজের দর দাম করছেন অনেকেই। তবে কিনতে পারছেন অল্প কিছু মানুষ। ছবি: মাহবুব আলম
-
বিক্রেতারা বলছেন, যার টাকা আছে ভালো জিনিস কিনে খাবে আর যার টাকা নাই সে খাবে না। ছবি: মাহবুব আলম
-
কারওয়ান বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি দরে। ছবি: মাহবুব আলম
-
পিস বিক্রি হচ্ছে আকারভেদে ৪০০-৬০০ টাকায়। ছবি: মাহবুব আলম
-
কোথাও আবার অপরিপক্ব ছোট তরমুজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা পিস দরে। ছবি: মাহবুব আলম
-
অনেকেই বলছেন, তরমুজের দাম অনেক বেশি। এটা এখন বড়লোকের খাবার। এসব খাবার কিনতে আসাও গরীবদের জন্য বিলাসিতা। ছবি: মাহবুব আলম