আজকের আলোচিত ছবি: ১৬ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
১৬ মার্চ সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: মাহবুব আলম
-
আজ দুপুরে পাংশা উপজেলা পরিষদের হল রুমে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, রেলের জমি দখল মুক্ত করার কাজ শুরু করেছি। সারাদেশে এ রকম ২৩ হাজার একর রেলের জমি বেদখল হয়ে আছে। ছবি: রুবেলুর রহমান
-
শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দোষীর শাস্তিসহ ছয় দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ছবি: রায়হান আহমেদ
-
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ১০ টাকায় মিলছে ইফতারির আট পণ্য। ১৬ মার্চ সকালে উপজেলার কামারখাড়া মাঠে বসে নিম্নআয়ের মানুষের জন্য এমন ব্যতিক্রমী বাজার। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদীর একটি অংশে বালুমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান। বালুমহাল ইজারা দিলে নদীভাঙনের পাশাপাশি হুমকিতে পড়বে নদীর তীর রক্ষা বাঁধ। এমন আশঙ্কার কথা জানিয়ে ইজারা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে উপজেলা পরিষদ। ছবি: বিধান মজুমদার
-
ঈদকে সামনে রেখে রমজানের শুরুতেই মুখরিত হয়ে ওঠেছে দিনাজপুরের বউবাজার। ছবি: এমদাদুল হক মিলন
-
বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। ছবি: মো. জামাল হোসেন
-
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত। ছবি: সংগৃহীত
-
সুদানে গৃহযুদ্ধের কারণে চরম বিপর্যয়ের মুখোমুখি বেসামরিক নাগরিকরা। খাদ্যের অভাব দেখা দিয়েছে মারাত্মকভাবে। ছবি: এএফপি