গুলশান লেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
রাজধানী পরিচ্ছন্ন রাখতে শুরু হয়েছে লেক পরিষ্কার কার্যক্রম। ১৬ মার্চ সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
-
লেক পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত অতিথিরা। ছবি: মাহবুব আলম
-
প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ঢাকা শহরে যতগুলো লেক আছে সবগুলো পরিষ্কার করতে হবে। এর মধ্যে পরিষ্কার করতে হবে এই চিন্তা করতে করতে ৯ মাস পার হয়েছে। আমরা আর দেরি করতে চাই না। ছবি: মাহবুব আলম
-
মাত্র নয় মাসের ব্যবধানে আমি এই এলাকা থেকে দুইবার নির্বাচিত হয়েছি। নির্বাচনের আগে এবং পরে এই এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি বারবার আমার কাছে তুলে ধরা হয়েছিল, সেটি হলো লেকগুলো পরিষ্কার করতে হবে। ছবি: মাহবুব আলম
-
শুধু গুলশানের নয় কালাচাঁদপুর, বারিধারাসহ আরও যেসব লেক আছে সেগুলোও পরিষ্কার করা দরকার। ছবি: মাহবুব আলম
-
আমার একটা প্রত্যাশা থাকবে শুধু লেকগুলো পরিষ্কার হবে তাই নয়। আগামী দিনেও যেন লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করবো। ছবি: মাহবুব আলম
-
এসময় লেক পরিষ্কার কার্যক্রমে অংশ নেওয়া সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছবি: মাহবুব আলম
-
অনুষ্ঠানে আরও বক্তব্য রেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম। ছবি: মাহবুব আলম
-
লেক পরিষ্কার কার্যক্রমে তদারকি করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম। ছবি: মাহবুব আলম