আজকের আলোচিত ছবি: ১৫ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪’ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দিবসটি পালিত হচ্ছে। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’। ছবি: সংগৃহীত
-
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের পরে ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারও তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারকে।' আজ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকের জন্য উৎকণ্ঠিত সারাদেশ। দেশ-বিদেশের বন্দরে বন্দরে ঘুরে বেড়ানো দেশের এ সাহসী সন্তানদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি-ভিডিও দেখে কাঁদছেন স্বজনরা, কাঁদছে দেশবাসী। ছবি: আবু আজাদ
-
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৩১ হাজার ৩৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩ হাজার ১৩৪ জন। খবর আল জাজিরার। ছবি: এএফপি
-
টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেও জয় আসেনি। শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশের ওয়ানডে সিরিজটা শুরু হয়েছে ৬ উইকেটের দাপুটে জয় দিয়ে। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত
-
বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সিন্ডিকেট ভাঙবেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ