আজকের আলোচিত ছবি: ১৪ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
-
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১১ ক্যাটাগরিতে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
দুপুর ২টার দিকে রাজধানীতে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। রোজাদারদের জন্য বাড়তি স্বস্তি এনেছে ফাল্গুন শেষের এ হালকা বৃষ্টি। তবে বৃষ্টির কারণে পথে-ঘাটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ছবি: বিপ্লব দীক্ষিত
-
‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: পিআইডি
-
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবাদানের লক্ষ্যে অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: পিআইডি
-
নানা পদের ইফতারের পশরা সাজিয়ে বসেছে রামপুরার জনপ্রিয় হোটেল আল কাদিরিয়া। ছবি: মাহবুব আলম
-
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় ৩৬ জন দগ্ধ হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ছবি: আমিনুল ইসলাম
-
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। ছবি: জামাল হোসেন
-
পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। ইসরায়েলের হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও। ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছেন না গাজাবাসী। ছবি: এএফপি
-
রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ। ১৪ মার্চ বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। ছবি: সংগৃহীত