পাল্টে গেছে বেইলি রোডের ইফতার বাজারের চিত্র
রাজধানীর পুরান ঢাকা এবং বেইলি রোড ঐতিহ্যবাহী ও বাহারি ইফতারের জন্য বেশ পরিচিত। প্রতি বছরই রমজান উপলক্ষে বেইলি রোডে বসে জমজমাট ইফতারের আয়োজন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
-
গত ২৯ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের পর থেকে একসময়ের কোলাহলপূর্ণ এলাকাটি নিস্তব্ধ হয়ে পড়েছে। রমজানেও নেই বিশেষ কোনো আয়োজন। ছবি: মাহবুব আলম
-
অগ্নিকাণ্ডের পর রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা বেইলি রোডের রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে সিলগালা ও জরিমানা করে। ছবি: মাহবুব আলম
-
বেইলি রোড এলাকার বহুল পরিচিত রেস্টুরেন্ট নবাবী ভোজ ছাড়াও সুলতান ডাইন, ওয়েসিস, চিলক্সসহ একাধিক রেস্তোরাঁ বন্ধ রয়েছে। ছবি: মাহবুব আলম
-
যেগুলো খোলা আছে, তারাও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভয়ে ইফতারের আয়োজন রাখেনি। ছবি: মাহবুব আলম
-
তবে বাইরে বসেছে কিছু ছোট ছোট দোকান। সেসব দোকানে খুব বেশি বাহারি পদের খাবার না থাকলেও ছিল বেশকিছু ইফতারের পদ। প্রথম রোজার দিন এসব ইফতার কিনতে এসেছিলেন অনেকেই। ছবি: মাহবুব আলম
-
তবে অন্যান্য বছরের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিত ছিল হাতেগোনা। ছবি: মাহবুব আলম
-
বেইলি রোডের প্রতি রমজানের ইফতার আয়োজনেই থাকে স্পেশাল হালিম। ছবি: মাহবুব আলম
-
বাঙালির ইফতার মানেই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। ছবি: মাহবুব আলম
-
লোভনীয় পকোড়া। ছবি: মাহবুব আলম
-
জিলাপি ছাড়া যেন অপূর্ণই থেকে যায় ইফতার আয়োজন। ছবি: মাহবুব আলম
-
ইফতার বাজারে ছিল সিঙ্গারা, ফ্রেন্স ফ্রাইসহ আরও নানা রকমের ভাজাপোড়া। ছবি: মাহবুব আলম