আজকের আলোচিত ছবি: ১২ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছি। এখন দাম নিয়ে আলোচনা হচ্ছে। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। ছবি: জাহিদ পাটোয়ারী
-
বায়ুদূষণে আজ সকালে বিশ্বের ১০০ শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। এ যেন ধুলোর নগরী। ছবি: বিপ্লব দীক্ষিত
-
রমজানের প্রথমদিনে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার হাটে দোকান সাজাতে ব্যস্ত ব্যবসায়ীরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
চট্টগ্রামের মিরসরাইয়ে রোজার প্রথম দিনেই পাঁচ টাকার লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। ছবি: এম মাঈন উদ্দিন
-
নির্ধারিত সময়ের আগেই মালদ্বীপ থেকে সৈন্য ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত। ছবি: এএফপি
-
টেস্ট ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল-সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তরুণ ব্যাটার যসস্বি জয়সওয়াল। ছবি: সংগৃহীত