আজকের আলোচিত ছবি: ১১ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এন এস টি ফেলসি এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ কমিয়ে দিয়ে গবেষণার প্রতি বেশি মনোযোগী হওয়া পরামর্শ দিয়েছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সচিবালয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, আঞ্চলিক সংযোগ বাড়াতে বাংলাদেশ কাজ করছে। ছবি: মুসা আহমেদ
-
রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ হাসপাতাল-ক্লিনিকে অভিযান চালাচ্ছে র্যাব। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আসন্ন রমজানের ঈদ ঘিরে দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরে চলছে জমজমাট বেচাকেনা। ছবি: শান্ত রায়হান
-
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কোটি টাকা মূল্যের ৫০টি চিত্রা হরিণ উপহারস্বরূপ দিয়েছে গ্রিন ভিউ গলফ রিসোর্ট কর্তৃপক্ষ। ছবি: আমিনুল ইসলাম
-
বিদায় নেওয়া শীত যেন পাবনায় নতুন করে ফিরে এসেছে। রাতে প্রচণ্ড ঠান্ডা আর সকালে ঘন কুয়াশা পড়ছে। ছবি: আমিন ইসলাম জুয়েল
-
রমজানে পবিত্র মক্কা নগরীতে মুসল্লিদের জন্য ১২ হাজারের বেশি মসজিদ প্রস্তুত রয়েছে। সৌদি আরবের এই শহরটিতে ১২ হাজার ১০৪টি মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত
-
‘জন্মদিনের পোশাক’-এ অস্কারের মঞ্চে রেসলার ও অভিনেতা জন সিনা। ছবি: এএফপি