আজকের আলোচিত ছবি: ৭ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ মার্চ-২০২৪’ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মানুষকে শুধু উদ্বুদ্ধই করেনি, গেরিলা যুদ্ধের প্রস্তুতিই দেয়নি, যুদ্ধে বিজয়ও এনে দিয়েছে। এটাই ছিল সবচেয়ে বড় কথা। ছবি: ইয়াসিন কবির জয়
-
যারা ৭ মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি নিয়েই সন্দেহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন সংস্থাটির ১২০ সদস্য। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ছবি: মাহবুব আলম
-
টিসিবির ৬৯০ টাকা প্যাকেজে দেওয়া হচ্ছে দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি খেজুর ও পাঁচ কেজি চাল। ছবি: মাহবুব আলম
-
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেনের উদাসীনতায় মৃত্যুর মুখে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ। ছবি: এম মাঈন উদ্দিন
-
ইউক্রেনের ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। ছবি: এএফপি