আজকের আলোচিত ছবি: ১ মার্চ ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে জাতীয় বীমা দিবস-২০২৪ উদ্বোধন করেছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত ৪৬ জন, চিকিৎসাধীন ১২ জন। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটিতে আগুন লাগার আগের ও পরের অবস্থা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ব্র্যাকের শিক্ষার্থী নাজমুলকে হন্যে হয়ে খুঁজছে তার পরিবার। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সারি সারি পড়ে আছে বেইলি রোডের ভবনে লাগা আগুনে নিহতদের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়েছিল পুরো এলাকা। ছবি: মাহবুব আলম
-
আজ বেলা সাড়ে ১১টার চট্টগ্রামের বাকলিয়ায় সৈয়দ শাহ রোডের চারতলা নির্মাণাধীন হিমাগারে (কোল্ড স্টোরেজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: আবু আজাদ
-
রাজধানীর বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনটিকে আগেই অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বেইলি রোডের দুর্ঘটনাগ্রস্থ ভবন পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
চাঁদপুরে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, মনের দরজা-জানালা খুলতে বই পড়তে হবে। ছবি: শরীফুল ইসলাম
-
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসীর পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের হারিয়ে বিলাপ করছিলেন হেলেনা বেগম। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়কের ২৮ কিলোমিটার এলাকা। সড়কের দুই পাশে রঙিন শিমুলে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। ছবি: এমদাদুল হক মিলন
-
ইরানে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় ১ মার্চ সকাল ৮টার দিকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি তেহরানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। ছবি: সংগৃহীত