স্বজনদের আহাজারিতে ভারী ঢাকা মেডিকেল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সারি সারি পড়ে আছে বেইলি রোডের ভবনে লাগা আগুনে নিহতদের মরদেহ। আপনজনদের মরদেহ নিতে মর্গের পাশেই অপেক্ষা করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো হাসপাতাল এলাকা।
-
ছোট ছেলে মিনহাজের মৃত্যুর খবর পেয়ে চাঁদপুরের মতলব থেকে সকালে ছুটে এসেছে বাবা ওয়ালিউল্লাহ খান। এসে বড় ছেলেকে জড়িয়ে ধরে ঢাকা মেডিকেলের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছবি: মাহবুব আলম
-
হাসপাতালের মর্গের করিডোরের এ মাথা থেকে ও মাথা হেঁটে ছোটভাইকে খুঁজছেন বড়ভাই। ছবি: মাহবুব আলম
-
হাসপাতালে করিডোরে মাথা হাত দিয়ে বসে আছেন নিহতের স্বজন। ছবি: মাহবুব আলম
-
ব্র্যাকের ছাত্র নাজমুলের খোঁজে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন তার পরিবার। ছবি: মাহবুব আলম
-
আকুল হয়েছে ছেলেকে খুঁজছেন মা। ছবি: মাহবুব আলম
-
চাঁদপুরের মিনহাজের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবার। অজোরে কাঁদছেন তার চাচাতো ভাই। ছবি: মাহবুব আলম
-
আগুনে পুড়ে যাওয়া ভবনে নাইট গার্ডের কাজ করতেন ছগির হোসেন। তার খোঁজে পাবনা থেকে ছুটে এসেছেন বাবা আবু তালেব। ছবি: মাহবুব আলম
-
মর্গে ছোট্ট শিশুর নিথর লাশ। ছবি: মাহবুব আলম
-
পরিচয়হীন মরদেহ শনাক্ত করতে নেওয়া হচ্ছে ফিঙ্গার প্রিন্ট। ছবি: মাহবুব আলম
-
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে থেকে লাশ নিয়ে বাড়ি ফিরছে স্বজনরা। ছবি: বিপ্লব দীক্ষিত