বেইলি রোডের ভয়াবহ আগুন
রাজধানীর বেইলি রোডের কেএফসি ভবনের পাশের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে আগুন লেগেছে।
-
প্রথমে আগুন লাগে ভবনটির দোতলার একটি রেস্তোরাঁয়। এরপর তা ছড়িয়ে পড়ে ভবনের ওপরের তলাগুলোতে। এ সময় আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে আহত হন অনেকে। ভবনের ভেতরেও আটকা পড়েন অনেকে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আগুন লাগার পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকা পড়া ব্যক্তিদের মই দিয়ে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের অনেকে দগ্ধ হয়েছেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আগুন লাগার সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় আছন্ন হয়েছিল চারপাশ। এর মধ্যেই আগুন নেভানোর কাজ চালিয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
আগুনে ভবনে আটকে পড়া ব্যক্তিদের নামিয়ে আনার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ভয়াবহ অগ্নিকাণ্ডের সেই ভবন দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বহুতল ভবনের আজকের অবস্থা। ছবি: মাহবুব আলম