আজকের আলোচিত ছবি: ২৬ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘মন্ত্রী হবো, এটা কখনো ভাবিনি। মন্ত্রী হওয়ার দেড় মাস হয়েছে। কাজ শুরু করছি। অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি একদম গ্রাম থেকে উঠে এসেছি। আমার জীবন শুরু হয় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সেখানে মেডিকেল অফিসার ছিলাম।’ আজ টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ছবি: এস এম এরশাদ
-
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম চান্সেই ফাইনালে উঠে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। থ্রিলার ম্যাচে রংপুরকে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। রংপুরকে ফাইনাল খেলতে হলে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালকে হারাতে হবে। ছবি: সংগৃহীত
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দলটির দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ছবি: সংগৃহীত
-
মালয়েশিয়ায় প্রতারণার শিকার হয়েছেন ১০৪ জন বাংলাদেশি। চাকরি ছাড়াই রাধানী শহরের চেরাসের একটি বাসায় তাদের আটকে রাখা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে কাজের ভিসায় আসার পর থেকে এসব বাংলাদেশিকর্মী চাকরিহীন রয়েছেন। ছবি: সংগৃহীত
-
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন। আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছে পপির পারিবারিক একটি সূত্র। ছবি: সংগৃহীত