আজকের আলোচিত ছবি: ২৩ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। আজ সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন চত্বরে ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউশনাল কোর্স ইন দ্য টোয়েন্টি ফাস্ট সেঞ্চুরি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন তিনি। ছবি: পিআইডি
-
জিনিস মজুত রেখে বা লুকিয়ে রেখে দাম বাড়িয়ে দেওয়া লোকদের গণধোলাই দেওয়া উচিত বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি
-
সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৪০০ জনের একটি তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত
-
অমর একুশে বইমেলার শেষ শুক্রবার আজ। আজ মেলা শুরু হয়েছে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। মেলায় অভিভাবকের হাত ধরে শিশুরা ছুটে বেড়াচ্ছে এক স্টল থেকে আরেক স্টলে। ছবি: জাগো নিউজ
-
কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঈন খান আজ বেলা ১১টায় আলালের বাসায় যান। ছবি: জাগো নিউজ
-
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অসিদের দেওয়া ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১০২ রানে। ফলে ৭২ রানের বিশাল জয়ে চ্যাপেল-হাডলি ট্রফি ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত