আজকের আলোচিত ছবি: ২১ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
-
ভাষা আন্দোলন ও ভাষাসৈনিকদের স্মৃতি স্মরণীয় করে রাখতে রাজধানীর ১১টি সড়ক ভাষাসৈনিকদের নামে নামকরণ করেছিল অভিভক্ত ঢাকা সিটি করপোরেশন। কীর্তিমান সেই ভাষাসৈনিকদের সড়কের নামফলক এখন জরাজীর্ণ। কয়েকটি নামফলক ভেঙে গেছে। সাদা মার্বেলের ওপর লেখা ভাষাসৈনিকদের জীবনবৃত্তান্ত মুছে গেছে। তার ওপর সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার। কিন্তু এসব নামফলক সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সিটি করপোরেশন।
-
অমর ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকে স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে শিশুরা। ছবি রাজধানীর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা- মাহবুব আলম
-
২০২১ সালে নিজ বাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত হন হাইতির সবশেষ প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এসময় আহত হন তার স্ত্রী মার্টিন মইসেও। অপ্রত্যাশিত সেই ঘটনা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। কিন্তু এখন শোনা যাচ্ছে, মইসি হত্যাকাণ্ডে কলকাঠি নেড়েছিলেন খোদ ফার্স্টলেডিই। আর তার সঙ্গে হাত মিলিয়েছিলেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ। তাদের যোগসাজশেই অকালে প্রাণ হারান হাইতির নেতা।
-
পাঁচ অ্যাথলেট ইরান গিয়েছিলেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। দুটি পদক নিয়ে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। যাকে ঘিরে ছিল প্রত্যাশা, সেই ইমরানুর রহমান পারেননি। গত বছর কাজাখস্তানের আস্তানায় জেতা সোনার পদক এবার হারিয়ে এসেছেন ইরানের তেহরানে।
-
দ্বিতীয় সন্তানের আগমনের সুসংবাদ জানালেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তবে খবরটি একটু দেরি করেই জানালেন ভারতের জনপ্রিয় এই দম্পতি। তারা ছেলের নাম রেখেছেন অ্যাকে।