আজকের আলোচিত ছবি: ২০ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পদ্মা নদীর পাড় থেকে তাকালেই দেখা যায় শুধু ধু ধু বালুরাশি। আশপাশের প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে দেখা নেই কোনো পানির চিহ্ন। যেন এক মরুপ্রান্তর। তপ্ত রোদে চিকচিক করছে বালু। সেই বালুরাশিতে দেখা মিলছে কিছু ঘোড়ার গাড়ি ও মানুষের চলাচল। এমনি এক জায়গার দেখা মিলেছে রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীর হাবাসপুর খেয়াঘাটে। এ ঘাটটি পদ্মা নদীর মাধ্যমে যুক্ত হয়েছে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া খেয়াঘাটে। ছবি-জাগো নিউজ
-
মহান ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেছে বিএনপি। আজ দলের জ্যেষ্ঠ নেতারা এক আলোচনা সভায় বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন ছিল না। সেটি প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনাপর্ব। ভাষা আন্দোলনের চেতনাই কিন্তু পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধে অংশ নিতে প্রেরণা জুগিয়েছে। দেশে গণতন্ত্র নেই, কথা বলা ও লেখার স্বাধীনতা নেই। জনগণের ভোটাধিকার নেই। ফলে বিএনপির একদফার যে আন্দোলন তা চলবে। ছবি- সংগৃহীত
-
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাট রক্ষায় মাঝিদের বৈঠা বর্জন কর্মসূচি পালিত হয়েছে। কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাস্টার প্ল্যান ২০১৪ অনুযায়ী কর্ণফুলীর নাব্যতার রক্ষার দাবিতে বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট পালিত হয়। আজ (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে চট্টগ্রাম ইছানগর, বাংলাবাজার, ইছানগর সদরঘাট ও চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির মাঝিরা ঘাটের যাত্রী পারাপার বন্ধ করে দেয়। এই সময় সকল মাঝিরা তাদের সাম্পান নিয়ে কর্ণফুলীর মাঝখানে অবস্থান নিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। ছবি- সংগৃহীত
-
রংপুরের পীরগাছায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হুমায়রা আক্তার তিন্নি নামে এক শিক্ষার্থী। আজ সকালে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সে। হুমায়রা আক্তার তিন্নি রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি- জাগো নিউজ
-
অমর একুশে বইমেলায় এলিট ফোর্স র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা সচেতনতামূলক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সমাজের জনসচেতনতামূলক বিষয় নিয়ে ‘মাদকের সাত সতেরো- বাংলাদেশের বাস্তবতা ও সমাধান সূত্র’ এবং ‘কিশোর গ্যাং-কীভাবে এলো, কীভাবে রুখবো’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। আজ দুপুরে জাতীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় শেষে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। ছবি- সংগৃহীত