আজকের আলোচিত ছবি: ১৭ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিএনপির আন্দোলন জনকল্যাণমূলক হলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ধ্বংসাত্মক কিছু হলে তা প্রতিহত করা হবে। ছবি: আহমেদ জামিল
-
চলছে প্রাণের বইমেলা। এবারের মেলা নিয়ে যেমন উৎসাহ দেখা যাচ্ছে পাঠকদের মধ্যে তেমনি উদ্দীপনা কাজ করছে লেখকদের মধ্যে। তবে ক্রেতার চেয়ে দর্শনার্থীই বেশি। কেউ বই কিনছেন, কেউ দেখছেন, কেউ ছবি তুলছেন আর কেউবা মেলায় ঘুরে বেড়াচ্ছেন। ছবি: বিপ্লব দীক্ষিত
-
টালিউডের এক সময়ের খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। মুত্যুকালে তার বসয় হয়েছিল ৭৯ বছর। ছবি: সংগৃহীত
-
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
-
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক দমকল কর্মী নিহত এবং আরও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত