ছুটির দিনের বইমেলা
ছুটির দিনে দারুণভাবে জমে উঠেছে বইমেলা। বেড়েছে বিক্রিও। কানায় কানায় পূর্ণ শিশু প্রহর।
-
আজ ছুটির দিন থাকায় সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি চত্বর ও এর সামনের স্টলগুলোতে ছিল বইপ্রেমীদের ভিড়। ছবি: বিপ্লব দীক্ষিত
-
মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশের দক্ষিণ প্রান্তে শিশু কর্নার। শিশু আর তাদের নিয়ে আসা অভিভাবকেরা এদিকেই বেশি ভিড় করছেন। ছবি: বিপ্লব দীক্ষিত
-
বইমেলায় শিশু চত্বর নামে শিশুদের জন্য আলাদা বিনোদন কেন্দ্র তৈরি করেছে সিসিমপুর। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ছুটির দিন হওয়ায় লেখক, প্রকাশক ও পাঠকের আনাগোনায় মুখর মেলা প্রাঙ্গণ। ছবি: বিপ্লব দীক্ষিত
-
শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কের ফুটপাতে মৌসুমি ফুল দিয়ে তৈরি করা রিং নিয়ে হাজির ছিলেন বিক্রেতারা। সেই রিং মাথায় দিয়ে বাঁ হাত ও খোঁপায় গাঁদা-বেলির মালা জড়িয়ে মেলায় এসেছেন নারীরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
স্টল থেকে স্টলে বইপত্র নেড়েচেড়ে দেখছে। কেউ কিনছে, কেউ আরও কিছুটা সময় মেলায় কাটিয়ে ফেরার পথে কিনবে বলে বই বাছাই করে রাখছে। ছবি: বিপ্লব দীক্ষিত