জগন্নাথ হলে চলছে বিদ্যাদেবীর অর্চনা
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা আজ।
-
সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপ। ছবি: মাহবুব আলম
-
মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। ছবি: মাহবুব আলম
-
ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। ছবি: মাহবুব আলম
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পালিত হচ্ছে বিদ্যারদেবী সরস্বতীর পূজা। ছবি: মাহবুব আলম
-
বিভিন্ন বিভাগের আয়োজনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সরস্বতীর প্রতিমা। ছবি: মাহবুব আলম
-
উৎসবের দিনে হিন্দুধর্মাবলম্বীসহ সব মানুষের পদচারণায় মুখরিত জগন্নাথ হল মাঠ। ছবি: মাহবুব আলম