আজকের আলোচিত ছবি: ১২ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিএনপির কর্মসূচি কথা শুনে ‘মানুষ তো হাসে, ঘোড়াও হাসে’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: মাসুদ রানা
-
মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতাকে ঝেড়ে অপরূপ রূপে প্রকৃতিকে সাজাতে আসছে ঋতুরাজ বসন্ত। তারই সংকেত দিতে ফুটেছে আগুনরাঙা লাল শিমুল ফুল। বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। ছবি: জাগো নিউজ
-
নিমগাছ থেকে সাদা ফেনার মতো বেয়ে পড়ছে রস। ছোট ছেলেমেয়েরা হাতে নিয়েই চেটে চেটে খাচ্ছে সেই রস। এতে নাকি রোগবালাই থেকে মুক্ত হচ্ছেন অনেকে। গাছটি ঘিরে উৎসুক জনতার জটলা। ছবি: সোহান মাহমুদ
-
ফেব্রুয়ারি ও মার্চে পরপর কয়েকটি দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই নারায়ণগঞ্জের ফুলচাষিরা বেশ লাভবান হচ্ছেন। তবে এবার তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ দিবস চলে এলেও ফুল এখনো বিক্রির উপযুক্ত হয়ে ওঠেনি। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
প্রতারণার ফাঁদে পা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকা হারিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। হারানো সেই টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়