বইমেলায় নিরাপত্তা দিতে সতর্ক পুলিশ
শুরু থেকেই প্রাণবন্ত এবারের বইমেলা। যদিও এখন পর্যন্ত বেচাকেনা কম। তবে প্রতিদিনই লেখক-পাঠক-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে মেলা প্রাঙ্গণ।
-
এবছরও দুই ভাগে বসেছে মেলা। বড় অংশ সোহরাওয়ার্দী উদ্যানে এবং অপর অংশ বাংলা একাডেমি চত্বরে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
মেলার দুই অংশের চিত্র একেবারে ভিন্ন। প্রতিদিনই সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় প্রাণোচ্ছল থাকলেও বাংলা একাডেমি চত্বর নিষ্প্রাণ। সেখানে দর্শনার্থীদের আনাগোনা কম। ছবি: বিপ্লব দীক্ষিত
-
সংশ্লিষ্টরা বলছেন, প্রকাশনা প্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় মেলা যখন সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিস্তৃত হয় তখন ধীরে ধীরে একাডেমি চত্বরে মেলার আমেজ কমতে থাকে। দর্শনার্থীরা এখন ভিড় করেন সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
মেলাকে প্রাণবন্ত ও নিরাপদ রাখার জন্য কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
মেলার প্রবেশ পথে রয়েছে একাধিক চেকপোস্ট। ছবি: বিপ্লব দীক্ষিত
-
শুধু প্রবেশদ্বারেই নয়, পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী। ছবি: বিপ্লব দীক্ষিত