আজকের আলোচিত ছবি: ৫ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভা অনুষ্ঠিত হয়। রেকর্ড পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
মিয়ানমার যতই প্রলুব্ধ করুক কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে না, আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশ সমাধান করতে চায়। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে। এটা আরও বাড়াতে চাই। ছবি: সাইদ শিপন
-
মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
রাজধানীর বনানী থেকে মহাখালী রুটে অটোরিকশা চলাচলের দাবিতে বনানী সড়ক অবরোধ করেছে প্রতিবন্ধী অটোরিকশা চালকেরা। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
রাজধানীর সায়েদাবাদের রিজাউল করিম চৌধুরী কলেজের (আর কে চৌধুরী কলেজ) শ্রেণিকক্ষের দেওয়াল ভেঙে গড়ে তোলা হচ্ছে আন্তঃজেলা বাস কাউন্টার। ছবি: মুসা আহমেদ
-
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন। সকাল থেকে যশোরের বেনাপেল বন্দরে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছবি: জামাল হোসেন
-
বান্দরবানের তুমব্রু সীমান্তে ব্যাপক গোলাগুলির পর এবার কক্সবাজারের উখিয়ার পালংখালী এবং টেকনাফে হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশের সময় উলুবনিয়া সীমান্ত থেকে এক রোহিঙ্গা পরিবারকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
-
আমদানির খবরে দুই সপ্তাহের ব্যবধানে ঠাকুরগাঁওয়ে আলুর দাম কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত কমেছে। ছবি: তানভীর হাসান তানু
-
গাজার একটি মসজিদ এবং সেফ হোমে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩০ জন নিহত হয়েছে। ছবি: এএফপি
-
আজ সকালে পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি পুলিশ স্টেশনে বেশ কয়েকজন জঙ্গি অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০ কর্মকর্তা নিহত হয়েছেন। ছবি: এএফপি