বইমেলার এক ঝলক
বছর ঘুরে আবার এলো অমর একুশে বইমেলা। ১ ফেব্রুয়ারি বিকেল ৪টা ২৭ মিনিটে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী চলবে দেশের বৃহত্তম এই বইমেলা।
-
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জনসাধারণের জন্য খুলে গেলো বাংলা একাডেমির অমর একুশে বইমেলার দুয়ার। ছবি: মাহবুব আলম
-
বন্ধুদের নিয়ে বইমেলায় এসে ছবি তুলতে ব্যস্ত তরুণ ও যুবকরা। ছবি: মাহবুব আলম
-
বইমেলার স্টলে বই দেখছেন এক যুগল। ছবি: মাহবুব আলম
-
বাবার কাঁধে চড়ে বইমেলায় ঘুরতে পেরে আনন্দিত শিশুরা। ছবি: মাহবুব আলম
-
শাড়ি পরে সঙ্গী নিয়ে বইমেলায় ঘুরতে এসেছেন এক তরুণী। ছবি: মাহবুব আলম
-
নিজের পছন্দের বই কিনে নিচ্ছেন এক বইপ্রেমী। ছবি: মাহবুব আলম
-
বইমেলায় বাবার কাঁধে উঠে সিসিমপুর দেখে উচ্ছ্বসিত শিশুরা। ছবি: মাহবুব আলম
-
শিশুচত্বরের অন্যতম আকর্ষণ সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি, শিকু। ছবি: মাহবুব আলম
-
বইমেলার শিশুচত্বরে শিশুপ্রহরে জড়ো হয়েছিল অসংখ্য শিশু-কিশোর। অভিভাবকদের সঙ্গে সিসিমপুরের পরিবেশনা, কার্টুন-ছড়ার বইয়ের সঙ্গে আনন্দে মেতেছেন তারা। ছবি: মাহবুব আলম