ট্রেনের ছাদে মুসল্লিদের ঘরে ফেরা
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরছেন মুসল্লিরা। ভোগান্তিকে সঙ্গী করে মোনাজাতে অংশ নেওয়া এসব মুসল্লিকে বাড়ি ফিরতেও পোহাতে হচ্ছে ভোগান্তি।
-
অল্প যানবাহন চলাচল করলেও মানুষের তুলনায় তা খুবই কম। ছবি: মাহবুব আলম
-
কোনো উপায় না পেয়ে অনেকে পিকআপ-বাইকে করে বাড়ি ফিরছেন। ছবি: মাহবুব আলম
-
যারা সুযোগ পেয়েছিলেন তারা ট্রেনে চেপে রওনা হয় গন্তব্যে। ছবি: মাহবুব আলম
-
ভেতরে জায়গা না পেয়ে অনেককে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
সাধারণত যাত্রাপথে ট্রেনের ছাদে চড়ে যাতায়াতে নিষেধাজ্ঞা আছে হাইকোর্টের। তবে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই এসব যাত্রী ট্রেনের ছাদে উঠেছেন। ছবি: মাহবুব আলম
-
কেউ কেউ আবার ব্যাগ মাথায় হেঁটেই রওনা হয়েছেন বাড়ির পথে। ছবি: মাহবুব আলম
-
আখেরি মোনাজাত শেষে এভাবেই ভোগান্তিতে পড়েন মুসল্লিসহ এই পথের অন্যান্য যাত্রীরা। ছবি: মাহবুব আলম