আজকের আলোচিত ছবি: ২ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নির্বাচন ঘিরে বিএনপি কী প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা। এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ। এদিন জুমার নামাজে অংশ নিতে লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। দুপুর ১টা ৪০ মিনিটে জুমার জামাত শুরু হয়। ওই নামাজের ইমামতি করেন বাংলাদেশের মাওলানা হাফেজ মোহাম্মদ জোবায়ের। ছবি: মো. আমিনুল ইসলাম
-
শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অমর একুশে বইমেলার শিশুপ্রহর। শিশুদের আনন্দ-বিনোদনের জন্য সকাল থেকেই আজ নানা আয়োজন করেছে সিসিমপুর। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ময়লা পরিস্কার করতে বিডি ক্লিনের সঙ্গে মিরপুরের প্যারিস খালে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক। ছবি: মুসা আহমেদ
-
হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৪১ বছর পর চালু হলো অপারেশন থিয়েটার। সিজারিয়ান অপারেশন মাধ্যমে এ সেবার দ্বার উন্মোচন হয়েছে। প্রথম দিনে মারুফা বেগম নামের এক প্রসূতির সিজার হয়। এতে কন্যা শিশু জন্মলাভ করেন। বর্তমানে নবজাতক ও প্রসূতি উভয়েই সুস্থ আছেন। ছবি: শামীম সরকার শাহীন
-
বরিশালের আগৈলঝাড়ায় খালের পানি শুকিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ফলে চলতি মৌসুমে ইরি-বোরাতে সেচ নিয়ে শংকায় পড়েছেন উপজেলার পাঁচ ইউনিয়নের সহস্রাধিক কৃষক। ছবি: শাওন খান
-
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা জেলা স্কুল মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় জাদুঘর গেটের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান। ছবি: পিআইডি
-
যুক্তরাষ্ট্রে ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত একের পর এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে হঠাৎই দানা বেঁধেছে রহস্য। ১ ফেব্রুয়ারি দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। চলতি বছরে এ ধরনের চতুর্থ ঘটনা এটি। ছবি: এএফপি
-
কেনিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। ছবি: এএফপি
-
মারা গেছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে । অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানানো হয়েছে তিনি সার্ভিকাল ক্যানসারে মৃত্যুবরণ করছেন। ছবি: সংগৃহীত