আজকের আলোচিত ছবি: ১ ফেব্রুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের সুরা কাউন্সিলরের স্পিকার ড. আব্দুল্লাহ মো. ইব্রাহিম আল শেখ। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে রেকর্ড ২১তম বারের মতো মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর উদ্বোধন করেছেন। ছবি: বাসস
-
শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে হাজার হাজার মুসল্লি তুরাগ নদীর পাশে ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন। ছবি: বিপ্লব দীক্ষিত
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের (টিটু) সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশেম। ছবি: পিআইডি
-
দুপুরে সচিবালয়ে অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দল দমনের জন্য আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনটি স্থায়ী করা হয়নি। ছবি: মাসুদ রানা
-
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
গাজীপুরের টঙ্গীতে অলিম্পিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: পিআইডি
-
খুলে গেলো বাংলা একাডেমির অমর একুশে বইমেলার দুয়ার। ছবি: মাহবুব আলম
-
পাবনার ঈশ্বরদীতে দুই বছর ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণাধীন সেতুর রডে মরিচা ধরে গেছে। ছবি: শেখ মহসীন