আজকের আলোচিত ছবি: ৩১ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে নবনিযুক্ত সাত দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। ছবি: পিআইডি
-
সকালে গণভবনে সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি ড. আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহীম আল শেখের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদল। ছবি: ইয়াসিন কবির জয়
-
দ্বাদশ জাতীয় সংসদের পুনর্নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী আজ ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে শেখ রাসেল মাঠ সংলগ্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ুদূষণ রোধে সরকার পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে সরকারি স্থাপনা নির্মাণ করবে। ছবি: হাসান আদিব
-
বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ১৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। ছবি: শান্ত রায়হান
-
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই। ছবি: বিপ্লব দীক্ষিত
-
গাজায় অভিযানে ইসরায়েলি বাহিনীর আরও তিন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ সেনা। ছবি: এএফপি