আজকের আলোচিত ছবি: ৩০ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে তার অফিস কক্ষে নব-নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথবাক্য পাঠ করান। ছবি: সংগৃহীত
-
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত, কিন্তু বিএনপির কারণে হয়নি। এর দায় বিএনপির। তাদের ব্যর্থতার জন্য গণতন্ত্রের অগ্রযাত্রাকে অপবাদ দিয়ে কোনো লাভ নেই। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: পিআইডি
-
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটরি পলিসির মিসম্যাচ’র (অমিল) কারণে আমরাও ডলার সংকটে ভুগছি। ছবি: মফিজুল সাদিক
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়ার পর দুপুর সোয়া ৩টায় তাকে ছেড়ে দেওয়া হয়। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। ছবি: পিআইডি
-
দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
শীতের মধ্যেও বাড়তি শাক-সবজির দাম। একটু কম দামে কেনার আসায় কাওরানবাজারে ভিড় করছেন ক্রেতারা। ছবি: মাহবুব আলম
-
রাজধানীতে ইটের প্রচুর চাহিদার থাকায় আশপাশের এলাকাগুলোতে গড়ে উঠেছে ইটভাটা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় শরীয়তপুরের জাজিরার মিরাশার চাষি বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের আনাগোনা। ছবি: বিধান মজুমদার অনি
-
নওগাঁয় ২৯১ টন চাল মজুত করে তিন লাখ টাকা জরিমানা গুনেছেন অটোমেটিক রাইসমিলের মালিক দ্বিজেন্দ্রনাথ ঘোষ। ছবি: মশিউর রহমান
-
পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হাজেরা খাঁ দিঘির পাশের উত্তর আলমপুর গ্রাম। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ নাসরিন আক্তার নামের ভারত থেকে আসা এক নারীকে আটক করা হয়েছে। ছবি: মো. জামাল হোসেন
-
মাদারীপুরের শিবচর উপজেলার অনিবন্ধিত তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
অসময়ে ভাঙনের কবলে গাইবান্ধার তিস্তা নদী। এরই মধ্যে প্রায় ৩০ বিঘা ভুট্টাক্ষেত বিলীন হয়েছে নদী গর্ভে। ক্ষেতের শস্য ও চাষযোগ্য জমি হারিয়ে এখন পাগলপ্রায় কৃষকরা। ছবি: শামীম সরকার শাহীন
-
নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন চিত্রনায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত