আজকের আলোচিত ছবি: ২৯ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: ইয়াসিন কবির জয়
-
বৈঠকের শুরুতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘২০২৩ সালে প্রণীত আইনসমূহ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে প্রধানমন্ত্রীর হাতে ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান কাবা শরীফের গিলাফ তুলে দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বেড়ে তীব্র শৈত্যপ্রবাহ মাঝারিতে রূপ নিয়েছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ছবি: সফিকুল আলম
-
দেশীয় পিঠার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে তিনদিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে যশোর শিল্পকলা একাডেমি। ছবি: মিলন রহমান
-
সম্প্রতি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আতঙ্ক হয়ে উঠেছে জলহস্তী। জলহস্তীর বেষ্টনীটি জরাজীর্ণ হয়ে পড়ায় গত কয়েকমাস ধরেই মাঝে মধ্যেই বেড়িয়ে পড়ে জলহস্তীরা। এরপর পার্কের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়। এই জলদানবের আক্রমণে এরই মধ্যে আহত হয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন কর্মচারী। ছবি: আমিনুল ইসলাম
-
প্রায় পাঁচ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন