আজকের আলোচিত ছবি: ২৫ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী মিস সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
দেশে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে যে আলোচনা চলছে নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানে সে বিষয়ে স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে। এমনটাই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: মাসুদ রানা
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, আসন্ন রমজানে ভ্রাম্যমাণ ট্রাকে ডিম, মুরগি ও মাংস বিক্রি হবে। ছবি: নাজমুল হোসাইন বাপ্পি
-
আজ থেকে চট্টগ্রামের সীতাকুন্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এরই মধ্যে দেশি-বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে ডিসি পার্ক। ছবি: এম মাঈন উদ্দিন
-
তীব্র ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমে ৮ ডিগ্রিতে নেমেছে। জীবন-জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন শ্রমজীবীরা। ছবি: মো. মাহাবুর রহমান
-
পঞ্চগড়ে টানা চারদিনের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরের শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। ছবি: সফিকুল আলম
-
মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। ছবি: এএফপি
-
মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ। আরিফিন শুভর মা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ছবি: সংগৃহীত