আজকের আলোচিত ছবি: ২৪ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেন, দলীয় প্রতীক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ছবি: মফিজুল সাদিক
-
আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন দেশের জন্য অস্তিত্বের সংকট। ছবি: রাইহান আহমেদ
-
সংশোধিত শ্রম আইন আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সচিবালয় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। ছবি: মাসুদ রানা
-
আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর একটি বাস উল্টে গেছে । এতে বাসের চালক ও তার সহযোগী তুরাগ নদে পড়ে গেছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫জন আহত হয়েছে। ছবি: আমিনুল ইসলাম
-
মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে সমগ্র কুড়িগ্রাম। ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আজ এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। ছবি: ফজলুল করিম ফারাজী
-
ইউটিউব দেখে চা বানিয়ে লাখ টাকা আয় করেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের শাহরিয়ার মনির (৪০)। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
আজ সকাল সাড়ে ১০টায় অষ্টম দিনের মতো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের অভিযানে ফেরিটির একাংশ ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। ছবি: বি.এম খোরশেদ
-
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বইছে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ছবি: হোসাইন মালিক
-
আজ দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও সরকারি জিপের মুখোমুখি সংঘর্ষে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসানসহ অন্তত ১০জন আহত হয়েছেন। ছবি: শাওন খান
-
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাকিল মাঝি নামের এক জেলের জালে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ টাকায়। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
বিয়ে করেছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। ছবি: সংগৃহীত